দাবি
মানিক চন্দ্র গোস্বামী


কাষ্ঠ খন্ড বিদ্রুপ করে লৌহ খন্ডে কয়,
তোমার চেয়ে ক্ষমতা আমার বেশি আছে নিশ্চয় |
জলের পরে ভাসতে পারি দিব্যি মনের সুখে,
তুমি কিন্তু যাও হারিয়ে অতল জলের বুকে |


লৌহ খন্ড বলে, 'জানি, ক্ষমতা সাঁতরে চলার
আমার চেয়ে নিশ্চয় কিছু বেশিই আছে তোমার |
শক্তি-জোরে তুমি কিন্তু পরাভূত মোর হাতে,
ইচ্ছে মতোই তোমায় গড়ি, সাজাই আমার মতে |