দিবস শেষে
                       মানিক চন্দ্র গোস্বামী


দিবস শেষে, রজনী এসে,
দূর করি যত আলো,
নিয়ে এলো হেথা, বড় ভয় ব্যথা;
কোথায় হারালো ভালো ।
আঁধারে মিশি, হারালো খুশি,
দুঃখ জাগলো মনে;
আলো কোথা গেলো, কে গো নিয়ে এলো,
আঁধার দিবস সনে ।
ডানা মেলি পাখী, করে হাঁকাহাঁকি,
ফিরে চলো যার নীড়ে;
আঁধারের সনে, বড় ভয় প্রাণে,
চলো চলো সবে ফিরে ।
ফিরে চলো সবে, আলো গেলো নিভে,
আঁধার দৈত্য এলো;
ফিরে চলো ফিরে চলো ।


হয়তো বা সে, বড় কাছে এসে,
দাঁড়াবে আপন সাজে;
ক্রমে ঘিরে নেবে, সবে ভুলে যাবে,
দিবসের যত কাজে ।
হয়তো চোখের জলে, আঁধারের এই ছলে,
কোনো ক্ষনে যাবে মুছে;
ফিরে মনোবলে, উষা নব কালে,
আসবে রাত্রি পিছে ।
তবু, হারিয়ে যে গেলো,দিবসের আলো,
আঁধারে শক্তি পেলো;
তাই মনে বড়, ভয় জাগে আরো,
চলো সবে ফিরে চলো;
ফিরে চলো ফিরে চলো ।