দিবসের দান
মানিক চন্দ্র গোস্বামী


ভালো লাগে মোর আঁধার হতে আলোর পথে ফেরা,
ভোরের আলোয় স্নিগ্ধতা আছে ভরা --
দেখবে এস ত্বরা |
সোনালী রোদে ভুবন আলোকময়,
কেটে যায় আঁধারের সংশয় |
পাখির কুজনে মাতিয়ে মনের আবেশ,
দিবস মঞ্চে উচ্ছ্বলতার প্রবেশ |
মিষ্ট বাতাসে গাছের গায়েতে দোল,
পুষ্পের বুকে ভ্রমরা পেয়েছে কোল |
নির্মলতার ছোঁয়ায় মেতেছে প্রাণ,
ভয়াবহতার হয়ে গেছে বলিদান |
প্রকৃতি পেয়েছে মান |
শুদ্ধ চিত্তে ঈর্ষার নেই স্থান |
খুশি, দিবসের দান |