হরষিত প্রকৃতি
                মানিক চন্দ্র গোস্বামী


দখিনা বাতাস বয়ে আনে আজ
বার্তা নতুন দিনের,
হরষিত তাই মধুমল্লিকা
পেয়েছে বন্ধু প্রাণের ।
বহুদিন ধরি শীতের প্রকোপে
বদ্ধ হৃদয় দুয়ার,
গুমরি গুমরি উঠেছিল কেঁদে
মনন নদীর পাড় ।
বড় ব্যথা ছিল মনের মাঝে,
শঙ্কা ছিল শত;
আসবে কিনা মধু বসন্তে
কেউ কি মনের মতো ।
দূর হলো যত ভাবনা-চিন্তা
বিকশিত প্রাণে আজ,
খুশির বন্যা বয়ে গেলো তাই,
পরান ভুলিল লাজ ।
হাসি দেখো আজ প্রকৃতির যত
সবুজ শোভার মাঝে,
তৃণ থেকে মহী সবাই মেতেছে
শোভা বাড়ানোর কাজে ।
খুশি সবে এই নতুন দিনে,
ছন্দে মাতার আশে;
হেলিয়া দুলিয়া নাচানাচি করে
একে অন্যের পাশে ।