হোক প্রতিবাদ
মানিক চন্দ্র গোস্বামী


জেগে ওঠো নারী,
তোমার প্রতিবাদী রূপ হোক জাগরিত,
নিষ্পেষণ, শোষণের দিন শেষ।
সরিয়ে দাও ভোগ্য পণ্যের তকমা,
মুক্ত কণ্ঠে উচ্চারিত হোক স্বাধীনতার দাবি।
আর পড়ে পড়ে মার খাওয়ার সময় নয়,
অতীত নিয়ে পড়ে থাকার সময়ও নয়।
পরাধীনতার গ্লানিতে মুখ লুকিয়ে রাখার নয়।
হতাশার নয়, আফসোসের নয়।


যুগে যুগে পুরুষ তোমায় লাঞ্ছিত করেছে |
শরীর ও মনে আঘাতে আঘাতে
তোমাকে করেছে জর্জরিত।
মাথা উঁচু করে পথ চলার স্বাধীনতাও
দেয়নি তোমায় কখনও।
তোমার সাধ, আহ্লাদ থাকতে নেই |
জীবন যুদ্ধে নিজেকে নিঃশেষ করে দিলেও
সামনের সারিতে দাঁড়িয়ে জয়ের পতাকা
তুলে ধরার ঔদ্ধত্য তুমি দেখতে পারো না।


সময় এসেছে তার দম্ভকে চূর্ণ করে দেবার।
লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতনের দিনকে অতীত করে
তুমি বাধাহীন এগিয়ে চলো নারী।
মনে রেখো, বিপথে নয়, পণ্য দ্রব্যের মতোও নয়।
সুষ্ঠু সমাজ গঠনে এগিয়ে এসো,
তোমরাও পারো পুরুষ শাসিত সমাজের দর্প চূর্ণ করতে।  
অবলা হয়ে থেকো না, অধিকার বুঝে নাও।
অবিনশ্বর স্নেহ, মায়া, মমতার সমন্বয়ে  
দৃঢ়তা ও সাহসিকতার মেলবন্ধনে চলো এগিয়ে।  


তোমার সহনশীলতা যেন দুর্বলতা না হয়,
তোমার আড়ষ্টতা যেন তোমাকে
সীমাবদ্ধ না রাখে গন্ডির মধ্যে,
অবসাদ যেন তোমার ক্লান্তির কারণ না হয়।
তোমার প্রত্যাশা যেন বিষণ্ণতায় ভারাক্রান্ত না হয়।
তোমার নমনীয়তা যেন উৎসাহহীন না করে তোমায়।
পর্দানসীন থেকো না তোমরা আর,
সম্মুখ সমরে নিজেকে করো প্রতিভাত, প্রকাশিত।
করো অন্যায়ের প্রতিবাদ।