ক্ষমতায়
মানিক চন্দ্র গোস্বামী


স্বাধীন ভাবে চলার পথে
বাধা যদি পায় নদে,
গতিমুখ তার ঘুরে যায় দূরে
আঘাত লাগে হৃদে ।
তবুও নদী ক্ষমতা বলে
দূর করি সব বাধা,
ছুটে চলে সেই সাগর পানে,
প্রাণ যেখানে বাঁধা ।
চলার পথে বাধায় দূরে
সরিয়ে রেখে যেমন,
বইছে নদী কলকল তানে
আপন মনের মতন ।
সেইরূপ যত বিঘ্ন বাধায়
নিজের ক্ষমতা বলে,
রাখা যায় যদি সরিয়ে কোথাও
জোর করি দূরে ঠেলে ।
বিঘ্নমুক্ত চলার পথে
ভবিষ্যতের আশা,
জীবনের যত কল্পনাজালে
নবীনের প্রত্যাশা ।
উচ্ছ্বলতায় উদ্বেল হয়ে
নদীর স্রোতে ভেসে,
এগিয়ে চলা সম্ভব হয়
কালো রাত্রির শেষে ।
পরিচ্ছন্ন চলার পথে
মনের দুয়ার কোনে,
নাচবে দেখো আশার আলো
হৃদয়ের প্রাঙ্গনে ।