সেই সময়ে যদি
মানিক চন্দ্র গোস্বামী


সেই সময়ে যদি না থাকিতে তুমি পাশে,
ভোরের আলো হারিয়ে যেত গভীর রাতের শেষে।
মনের উঠানে প্রকাশ জাগাতে জ্বলতো না লণ্ঠন,
দুখের সাগরে হতো অনাবিল প্রেমের বিসর্জন।
সময়ে যদি না দিতে সাহস প্রাণে,
প্রণয় শক্তি মেনে নিতো হার পেশির প্রদর্শনে।
টিমটিমে জোনাক আলোর দর্পের পরাজয়,
ঘন কুন্তল অন্ধকারায় আঁধার জেগে রয়।
সেদিন যদি সময়মতো রাখতে না হাতে হাত,
ছন্নছাড়া জীবন পথে না দিতে যদি সাথ,
হারিয়ে যেতাম জনতার স্রোতে, সাধারণের দলে,
বিস্ময় ভরা জগৎটাকে পেতাম না চোখ মেলে।
বাবুই পাখির পরিশ্রমে সুনিপুন বাঁধা ঘর,
ধূলায় মিশিত, যখন আসিতো, নীড় ভাঙা উড়ো ঝড়।
সেদিন যদি সময়মতো না দিতে ভরসা বাণী,
গভীর ভয়ের গহবর হতে মনোবলে আনো টানি।
হঠকারিতা রয়ে যেত লেখা, ভাঙা কপালের গুণে,
সুরের ছন্দ লাগতো না আর নিরাশ অলির গানে।