আকাশ কাঁদে মেঘের বুকে,হারিয়ে সে চাঁদ,
কেউ জানে না,প্রিয় হারানোর গভীর আর্তনাদ!


আকাশ জানে,গভীর সে যে কতখানি ক্ষত,
মানুষ কি আর জানে তবে,যন্ত্রণা যে কত?


কার মানুষ যে,কে কেড়ে নেয়,সুখী হতে ভবে?
থাকলে কাছে,মানুষ কি আর দুঃখ পেত তবে?


আকাশ জানে,গভীর সে যে চাঁদ হারানোর জ্বালা,
মানুষ কি আর পোষ মানে গো,যতই বাসো ভালা?


আকাশ কাঁদে নিরবধি,চাঁদের বুকে ঢেউ,
মানুষ কাঁদে হারিয়ে মানুষ,জানে না তো কেউ!


হারিয়ে মানুষ মূল্য বোঝে,হারাবার আগে নয়,
চাঁদ হারিয়ে আকাশটা যে,শুধুই মেঘময়!


জনস্রোতের পৃথিবীতে,কার খোঁজ কে রাখে?
চাঁদ হারিয়ে আকাশটাও যে মেঘের বুকে থাকে...!