প্রতিদিন প্রেরণ করিও এক অপূর্ণার্থ চেতনা-নিবদ্ধ বাণী, ভাষার প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা না মানলেও চলবে, শব্দগুচ্ছগুলো হতে পারে রূঢ়, অথবা ছন্নছাড়া, কিংবা সমস্যা বেই অসামঞ্জস্যপূর্ণ হলে'ও, শুধু প্রত্যহ স্মরণ করিও..!