চোখে কাজল লাগালেই এই শহরে লেগে যাবে লাগাতার হরতাল,গলিতে গলিতে করা হবে ১৪৪ ধারা জারি।শহরে বসন্ত নেমে আসবে,আর ওয়েস্টার্ন ছেড়ে শাড়ি পরার যুগ,পৃথিবীতে নেমে আসবে বিশুদ্ধ প্রেম।ঠিক যেমন করে উনবিংশ শতাব্দীর প্রেয়সীরা গায়ে শাড়ি আর চোখে গাঢ় কাজল লাগিয়ে প্রেমিকের চোখে প্রেম ডেকে আনতো!


ছলছল চোখে তুমি তাকালেই আবারও সেই উনবিংশ শতকের বৃষ্টি নামবে পৃথিবীতে।এই প্রখর রোদে প্রেমিকের বুকে নেমে আসবে ঝড়,অঝোর ধারায় বৃষ্টি।নিজেকে সামলাতে না পেরে দ্বিকবিদিক ছোটাছুটি করবে বাতাসের দল।


শুধু তুমি ও চোখে কাজল পরলেই ষাট বছরের বৃদ্ধও ফিরে যাবে তার যৌবনের স্মৃতিতে।প্রেয়সীর কথা ভেবে সেও ফের হতে চাইবে খাঁটি প্রেমিক।


শুধু তুমি যদি এ চোখে তাকাও,তবে মরু বুকে ঠাঁই পাবে অসীম জলধারা।তপ্ত বুক শীতল হবে,চোখে শান্তির ঘুম আর কাঙ্গাল হৃদয়ে ভালোবাসার খরা কে টে শুরু হবে বিশুদ্ধ প্রেমের ঝড়..!


.......................................…................


If you put kajal on your eyes, there will be a continuous strike in this city, section 144 will be issued in the streets. Spring will come to the city, and the era of wearing sarees will come to the world, pure love will descend on the earth. Just like the lovers of the nineteenth century put on sarees and put dark kajal on their eyes. Brings love in the eyes!


As soon as you look at it with sly eyes, the rain of the nineteenth century will fall on the earth again. In this hot sun, the storm will descend on the lover's chest, the rain will fall in torrents.


Even a 60-year-old man will return to his youthful memories if you wear kajal on his eyesThinking of his beloved, he will want to be a true lover again.


If only you look into these eyes, then the infinite water will be found in the desert chest. The hot chest will cool, the eyes will sleep peacefully and the drought of love in the poor heart will start the storm of pure love..!