আমি কেবল জন্মে ছিলাম তোমারই অভাবে গুছিয়ে দেওয়া ব্যাথায়, ভালোবাসি শব্দে। কাছে পাওয়ার আশাতে জন্ম হয়নি আমার জন্ম হয়েছিল তোমাকে ভালোবাসার মৃত্যুতে। আরও এভাবে কয়েকটা বসন্ত চলে যাবে তোমারই অপেক্ষাতে। তুমি ডানা মেলে উড়বে, নীল নক্ষত্র ছুঁয়ে আমি কেবল ভেঙে পড়বো তোমারই অভাবে, শুধু তোমারই অভাবে।