সন্ধ্যা তারার ইন্দ্র পতন
(গীতশ্রী সন্ধ্যা মুখোপধ্যায় স্মরণে
              -মানিক পাল


সুরের আকাশ হারালো সাঁঝের একটি ধ্রুবতারা
গান হারাল ইন্দ্রধনু সুর হারালো পথ;
বঙ্গ হারালো স্বরস্বতি মা কে  
বিশ্ব বাঙালী হারাল সন্ধ্যা নামের সুর রথ।  


লক্ষী বৌ আজ প্রদীপ জ্বালালো ব্যথার করুন সাঁঝে
বন ময়ূরী র  নিথর  পেখম  তোমার শূন্যতার মাঝে ;
সব পাখিরাই  ফিরে গেল  নীড়ে কলরব হীন প্রাণে  
তীর বেঁধা পাখি মাতাবে না আর  তোমার কণ্ঠের গানে।  


চাঁদ কে ঘুমিয়ে ফাঁকি দিয়ে গেলে সুর লোকের আমন্ত্রণে
গানের মূর্ছনায় পরালে মালা তুমি বঙ্গ মায়ের গলে;
সুরের আকাশে কালো মেঘে যেন  বিষন্নতার উপলব্ধ
বেহাগের ছন্দ পতনের  ধ্বনি তে বঙ্গ জনতা আজ  স্তব্ধ।


তুমি নেই তাই
চম্পা চামেলি ফুটবে না  গোলাপের বাগে
প্রজাপতি ও আসবে না আর কখনো  কোন  গানে  অনুরাগে ;
মধু মালতীর ডাকে আসবে না ফিরে আকাশের  কোন  তারা
তবুও, চাঁদ  তোমায় দিয়ে যাবে আলো
এই পথ যদি শেষ  না  হয়, হয়ে  দিশেহারা ।