সরস্বতীর সৎকার হয় না
             -মানিক পাল


হয়ত , ক্ষনিকের তরে মা স্বরস্বতী এসেছিলেন এই  ধরাধামে
বীণার ঝংকারে কণ্ঠের অলংকার দানের অঙ্গীকারে;
অকৃপণ সুরে ভাসিয়ে নিয়ে মোদের স্বপ্নিল সুরালোকে
জয় করে গেল স্বর্গ মর্ত পাতাল সভ্যতার ধারালো সুরে।


না ফোটা ফুলে মৌমাছি উড়ে অনাহূত নিমন্ত্রনে
অন্তর্জলি যাত্রীর বিলম্বিত যাত্রা সুরের উপলব্ধে;
বসন্তের কোকিল হারিয়ে কণ্ঠ স্তব্ধ মৌন তায়
নিঃসঙ্গতা যেন খুঁজে পায় সঙ্গত সুরের উচ্ছলতায়।


সীমান্তের জওয়ান মন বলে অটুট তোমার দৃঢ়তার গীতে
হতাশার জীবন আশা খুঁজে পায় সুরের অনুভূতিতে;
প্রেম-বিরহ-বিচ্ছেদ সব কিছুতেই তোমার সুরের পদচিহ্ন
সুরের মূর্ছনা র  গেঁথে দিলে মালা এক জাতির অভিন্নতায়।


সরস্বতী দেবীর মর্তে  আগমন লতা নামে কায়া নিয়ে
গানের পাখি তুমি উড়ে চলে গেলে অগস্ত্য প্রস্থানে;
বিসর্জনে তুমি হারিয়ে গেছ বটে লোকচক্ষুর অন্তরালে
তোমার কণ্ঠের প্রতিধ্বনি শোনাবে শত বছর মোদের হৃদয়ে।


সরস্বতীর প্রস্থান হতে পারে শুধু বিসর্জনের লোকাচারে
সৎকার হয় না দেবীর কখনো কোটি হৃদয় উজাড় করে ।