চিত্ত প্রক্ষালন
কবিতা পুনর্গঠন এবং আবৃত্তি তে : মানিক পাল


আমায় এক বোতল মদ দাও ,
দেখবে আমি আকণ্ঠ গিলে নেব।
তার পর ও ঠিক বাড়ি পৌঁছে যাব,
একটু ও ভুল হবে না আমার ।
দেখবে , মাতাল হয়ে একটু বেশি মানবিক ই হয়ে যাব,
অমানুষ হবো না কখনই।
বিশ্বাস করো, কথা দিলাম।


গলির কোনায় আধো খোলা দোকান থেকে
লুকিয়ে কিনে দু'ছিলিম গাঁজা আমায় দিও ,
মুঠোয় ভরে এমন টান দেব
পাঁজর ভেঙে ধোঁয়া
মজ্জা-মগজে মিশিয়ে দেব ,
তবুও সামান্য বেসামাল হবো না আমি।
বিশ্বাস করো, কথা দিলাম।


যদি পার বংকু জেঠুর কাছ থেকে চেয়ে নিয়ে
এক চিমটি আফিং আমায় দিও ,
বড় জোর ঝিমুনি একটু আসবে,
হয়ত ঘুমিয়ে ও পড়তে পারি ,
কিন্তু বেতাল হবো না কিছু।
কথা দিলাম,
লিখে নিতে পার তুমি।


দোহাই তোমার
শিখিও না আমায় ধর্ম পুস্তকের পুণ্যি অক্ষর গুলো আর।
না হিন্দুর  না মুসলমানের,
না খ্রিস্টানের না বৌদ্ধের,
না পার্সির না জৈনের,
শিখিও না কিছুই আমায়।
তাহলে , আমি আর মানুষ থাকবো না।
তাই, লিখি দিয়ে যাও
আমার মনুষ্যত্ব হরণের
হাজার বছরের বয়ে নেওয়ার দায় - শুধুই তোমার।