তুমি নির্লজ্জ  বেশ্যারও  অধম
         কলমে : মানিক পাল


তুমি স্খলিত নৈতিকতার নির্লজ্জ এক বেশ্যারও  অধম।।


বেশ্যা পাড়ার  চম্পাকলির বেনিয়াপনাতেও
আছে নৈতিক সততার শিষ্টাচার,
"কড়ি ফেলে নিয়ে চল" ভঙ্গিতে দেখাবে সে পূর্ণ
পরিতৃপ্তির স্ব হাস্য অঙ্গীকার।
লক্ষ টাকা পেলেও   দেখাবে না  সে তার দিগম্বরী রূপ,
সুট বুট কোটে ও বেআবরু তুমি  
জন প্রকাশ্যের  এক নগ্ন এনাটমির স্বরূপ।।


স্খলিত নৈতিকতা র পিচ্ছিল তায় তোমার
আন্ডারওয়্যার  পড়ে   লুটোপুটি খাচ্ছে মাটিতে,
নষ্টত্বের নেশায়  ভুলেই গেছ তুমি
উঠিয়ে  পরে নিয়ে নগ্ন তনু ঢাকতে।।


তুমি শঠ, তুমি প্রবঞ্চক, তুমি নষ্টত্বের মীরজাফর,
তোমার দাপটে আইনের শাসন অসহায় নির্বিকার।
জনগণের সম্পদ লুটে নিয়ে গিয়ে বিদেশে গড়েছ পাহাড়
রাজনীতির মাঠে জার্সী বদলে ফরোয়ার্ডে খেলেছ শতবার।
কভিডের ভুয়ো সনদ বানিয়ে হয়েছ বৃত্ত বান
রিলিফের চাল চুরি করেও তোমার হয়নি নীচু সম্মান।
উৎকোচ তুমি  হালাল করেছ বসে সরকারি গদিতে
ধর্ষণ করেও ছাড়া পেয়ে যাবে প্রচ্ছন্ন সরকারি  মদতে।।


মুক্তিযুদ্ধের সনদ জাল করে  হয়েছ মান্যবর,
লক্ষ শহীদের রক্তে লিখা দেশে তুমি বেঈমান তুমি কুলাঙ্গার।
তসবীর গুনে কড়া ফেলে দিলে আঙুলের অগ্র ভাগে
নামাজ পড়ে তুমি কপাল  ঠুকিয়ে  ফেলেছ কালো দাগে।।


ঈশ্বর কাঁদে, আল্লাহ কাঁদে, কাঁদে যীশু খ্রীস্ট,
পৃথিবী কাঁদে , মানবতা কাঁদে , কাঁদে দুর্ভাগা  সৃষ্ট।
বিশ্বাস ভরে  আশা নিয়ে মোরা  তাকিয়ে প্রজন্মে র পানে,
বধিবে তোদের  গড়িবে  সমাজ নৈতিকতার জয় গানে।।


                             ******