আজ বেদনার শত রংঙে রঙিন এ হৃদয়,
চোখের রেটিনা হয়েছে শুধু মরিচাময়।
জোড়ালো আওয়াজের ফলে ফেটে চৌচির
সরু তরঙ্গিত সরল কর্ণদ্বয়ের চিকন পর্দা,
অযথা যত ভাবনা বিকৃত মস্তিষ্কে, চলছে-
বিকৃত যত কল্পনার সমাহার।
  
নাসিকারন্ধ দূষিত বায়ুর প্রভাবে প্রভাবিত,
ধূলোময় রাস্তাগুলোয় হেটে চলা কিছু,
রাঙা চোখের নরম মুখগুলো দৃশ্যমান
সব বয়সকেই হার মানিয়ে হেটে চলে-
গতির প্রকোপে উচু নিতম্ব দোলছে,
নিরব দর্শক হয়ে দেখছে মানুষ।


মায়ের জাত, এই প্রাণীগুলো বিস্ময়কর-
ভারী হয়ে ওঠেছে আজকের বাজার, রাস্তাঘাটে, জনসমাগম আর সমাবেশে।
৪০/৬০ দাড়িয়েছে প্রতিটি মোড়ে মোড়ে,
ঘরে বাহিরে  সমান সমান অবস্হানে অনড়-
বাহবা দিতে লজ্জা কেন?


কিছু মানুষ নামধারী হায়েনার চোখ আজও-
নিপতিত হয় এই স্বল্পতার উপর!
হতে পারত এটা তার নিজ স্ত্রীর সন্তান,নতুবা সহোদরের কিংবা আরো আপনজন।
চোখের ক্ষুধা তবুও তাদের থেকে যায়!
হবেই না বা কেন? সব তো বিকৃত মানসিকতা!