ছন্দ হারিয়েছি বলে, জীবন হারাইনি
তোমাকে হারিয়েছি বলে,তোমার স্মৃতি হারাইনি।
আগে তুমি ছিলে,অনেক স্বপ্ন ছিল
এখন তুমি নেই,সেই স্বপ্নও নেই।


কবিতার ভাষা হারিয়েছি বলে,কবিত্ব হারাইনি
আগে তোমাকে ভেবে কবিতা লেখা হত,
এখন তোমার স্মৃতি ভেবে কবিতা হচ্ছে
তুমি সুখে আছো,আমি কষ্টে আছি এটিকুই।


তুমি প্রতিরাত ভালবাসার পাটিতে ঘুমাও
আর আমি মশাদের সঙ্গে ভালবাসার গান করি,
তুমি রঙিন পৃথিবীতে রঙিন আশা খোঁজো
আর আমি রঙিন পৃথিবীতে কিছুদিন বাচাঁর চেষ্টা করি,এটুকুই।


তুমি নেই বলে সব নেই, এমনটা হবেনা
তুমি চলে গেছো সুখে আছো,শান্তিতে আছো,
আমি পাইনি বলে কষ্টে আছি এটা কি সত্য
তুমি হাসো, আর আমি দুটোই করি, এটুকুই।


তুমি ভালো বলে, সবাই তোমাকে আদর করে
সোনার চামচ মুখে দেয়,
আর আমি তার বিপরীত বলে
একটা জ্বলন্ত সিগারেট আমার মুখে শোভা পায়,আর কি?,,