কেন প্রশ্ন জাগে মনে
দিনদিন ক্ষণে ক্ষণে,
অভাব আর অনটনে
কঠিন সময় সমরণে।

ভাবছি আমি একা নই
তবুও যদি একা হই,
সমস্যাটা কারে কই
ব্যাথাগুলো কেমনে সই।

দূরের ঐ নীল আকাশে
মেঘগুলো যখন ভাসছে,
ভয়ে ভয়ে ঠোঁট কাপছে
চোখে দেখছি ঝাপসে।

তবুও মন উদাসীন
ব্যাথাগুলো চির অমলীন,
সময়রেখা যত্নহীন
জীবনটা আরো কঠিন।