হিয়া নৃত্যে দোলে রূপসীর ফাগুনের রূপে,
ছড়িয়ে এলোকেশ বক্ষে সমতলে-
চমকপ্রদ চর্ম তাহার, নাহি ফিরালাম আঁখি,
রসের ভারে জোয়ার আসে ওষ্ঠদ্বয়ের হাসি।


মিহি মাজার অবয়বে ঢালিত আসে সুরা,
কি মধুর যামিতে ডুবে আছে এই ধরা।
উঁচু নিতম্বে হেটে চলে উঁচু করে বুক,
নন্দিত দৃষ্টিতে আশুগ্রহে নেয় তারা সুখ।


তৃষ্ণা মিটে কারো কভু, কারো মিটে না,
নরকের দ্বারে বিচরণ তার আশা ছাড়ে না।
ভোগ বিলাসের এক বা দুই নয়তো হাজার ক্রোশ,
হিসেব নিকেশের অংকদ্বয় যায় না করা রোধ।


কত সতী সরণির মোড়ে ধূলোয় মিশে যায়,
শত রূপসী জ্বালাপোড়ায় যৌবন হারায়।
তাজ্জব সব ললনারা আজ পেয়েছে ফুরসত
অজ্ঞাত যত হনুমান করছে তাদের উপদ্রব।