আজকাল ইচ্ছে করলেও কাওকে কিছু বলা যায় না,
অপছন্দনীয় বিষয়গুলোই মানতে বাধ্য,
যেমন মানতে বাধ্য অপ্রিয় ভালবাসাগুলো
চোখ কান খোলা রেখে চললেও বন্ধ থাকে মুখ,
কেননা এটাই বহমান নিয়ম পরামপর অবধি
একটা মানুষ এভাবেই বেচেঁ থাকে শেষ নিশ্বাস পর্যন্ত।


মুখ খুলে সত্য বলা যায় না এখন, কারণ এ
সমাজ পরিবার দেশ সবাই ঘৃণা করবে তাই।
তাই অভিনয় বেশ জমেছে রন্ধে রন্ধে।


নর-নারীর এ অভিনয় সত্যিকারের উন্মুক্ত মঞ্চায়ন বড় জরুরী আজ।
জোড়া গুলো ছেড়ে যেতে চায় বন্দি জীবদ্দশা থেকে, কিন্তু পারেনা রয়ে গেছে মুখবন্ধ।


অনেকেই আবার ধর্মের দোহাই দেয়,
কিন্তু জানেনা, সময়টা বড় পাষাণ, কিছু ভাবা,কিছু করার নেই যেন বর্তমানে।
গোলযোগ হঠাৎ আমদানি কেন হবে
তাই মুখবন্ধ এ জুটি সকলের।


কেউ কাওকে সহ্য করতে পারুক আর নাই বা পারুক, তাতে কিছু যায় আসে না,
মিলেমিলে থাকাটাই আজ বড় চ্যালেঞ্জ।
তবুও ভেঙ্গে ভেঙ্গে চলছে পুরোনো সর্ম্পক
নতুন করার জোড়াতালি কারসাজি।


এই দেখ! কত সাজানো সংসার ভেঙ্গে যাচ্ছে
সেলিব্রেটি বলো আর গৃহহীন মানুষ বলো
এ যেন মুক্তির দিশারী হয়ে চোখে মুখে একে দেয় ধাধা।
এটাই কি সত্যি মুক্তি, নাকি হৃদয় ভাঙ্গার তীব্র ব্যথা লালন করার শক্তির উৎপাদন।
কেউ কিছু বলে, না আমাদের মুখবন্ধ।


কত তালবেতালে রুপসীরা আজ ফাঁদ পেতেছে প্রতিটি উন্মাদের মনের দ্বারে,
কেউ বুঝে কেউ না বুঝে পা বাড়ায়,
হয় কারো পরিণেয়, কেউ শধু পাস্তায়,
সহজ পথ কত আজ বেকে যায়, বুঝা যায় মাস্তি আর ইনজয়ের উচ্চতার সমাপনে।


আজ কিছু করার নেই, ভাবার নেই, বলার নেই।
সিলমোহরে অঙ্কিত হৃদয়ের মানস পটে
যায়না খোয়া তার লেখনিতে, শুধু নিরব চাহনি চেয়ে থেকো, কথা বলো জড়ের সাথে,
প্রাণহীন বস্তুগুলো সময়ের সাথে হয়ে ওঠে প্রিয়জন।


অবশ্য কিছু অবলা তাই করে,কাঠের তৈরি ভালবাসা ঝুলিয়েছে দেয়ালে দেয়ালে
নাম দিয়েছে ওয়ালমেট, এটা নিয়েই পার্থিব সুখে কাতর তারা।
কত টেক নিক তাদের যারা ভার্চুয়াল,


তবে ভালবাস প্রাণহীনরে, প্রাণিরে নয়
তোমরা তো তাই চাও, যেমন অর্থের বিনিময়ে কেউ করে দেহ দান।
কেউ হয় শখে পতিতা কেউ হয় পেঠের ক্ষুধায়, কেউ হয় প্রতারণায়।

আমরা কিছু বলছি না, মুখবন্ধ।