কেন আমি শুধরাইনি বহুদিন পরেও
কত দিবস, কত রজনী কেটে গিয়েও।
আত্মজিজ্ঞাসায় ভরে থাকে অন্তর,
তবুও ভুল পথেই করি আবার ভ্রমর।

আয়নার সামনে দাঁড়াই বারবার,
চিনিনা নিজেকে—চোখে কেবল ধোঁয়ার ধার।
বলার ছিল অনেক কথা আপনজনকে,
তবু নিরবতা লিখে যায় ব্যথার বর্ণ কে।

শপথ করেছি শতবার, ভেঙেছি নিজেই,
ভালো হবার বাসনাটাও মিশে যায় বিজেই।
শরীর বড়ো, মন তবু শিশুর মতো,
ভুলের পেছনে দৌড়াই আজো অজানার পুতুল হতো।

প্রতিশ্রুতি দিই, ফিরি না কথায়,
স্মৃতির ভাণ্ডারে শুধু অনুতাপ জমায়।
বন্ধুরা দূরে, প্রিয়রাও ক্লান্ত,
আমি শুধু ব্যর্থতায় গড়ি নিজের প্রান্ত।

তবু প্রত্যাশা মরে না, বাঁচে কোনো কোণে,
এক ফোঁটা আলো খুঁজি অন্ধকারের বনে।
হয়তো একদিন নতুন সকাল আসবে,
শুদ্ধ হাওয়ায় আমার অন্তর ভেসে যাবে।

তখন বলব—"এবার হয়েছি আমি ঠিক,"
আত্ম ঘৃণার দলিল গুলো দিই ছিঁড়ে ছিঁড়ে ফিক।
কিন্তু আজও প্রশ্নে ভরা বুকের গভীরতা—
কেন আমি শুধরাইনি? এতো পথের পরেও ব্যর্থতা?