চলোনা
দুজন মিলে উড়াই কিছু সুখের ফানুস!
চলোনা এক টুকরো পূর্ণিমার বাদলে করি স্নান;
দুজন দুজনার অতিলান্তিক ছুঁয়ে ফল্গুধারার সন্ধানে যাই।


জানো !!!!!


ভালোবাসা যদি ভালোবেসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম ।


এই চলোনা_
নিরাভরণ সখ্যতার কাব্য লিখি দুজনে;
সুখের বেদনা র নোনা স্বাদ নেই।
অরণ্যের নীরবতা ভেঙ্গে ফেলে
ছড়িয়ে দেই মহুয়া গন্ধী কিছু অব্যক্ত সুখ
শীর্ষ অনুভূতি র আনন্দে মাতাল আমরা
আলিঙ্গনে বয়ে নেই শূন্যতার বোঝ।


এস!
কিছুক্ষন জুঁই সাদা বৃষ্টির স্নিগ্ধতা আকণ্ঠ পান করি
সুখের সোনালি গরলে বয়ে যাওয়া নদীতে খেয়া বাই;
আজন্ম কুড়ে খাওয়া দুঃখ গুলো যাক মহা প্রস্থানে ।


জারুলের উজ্জ্বলতা চাপার মাদকতায় আমরা শুদ্ধ হব-
যাবে আমার সাথে শিমুল তুলার মত সুখ বিলাতে !!!!!
সুখি মানুষের সুখ জামা গায়ে।


ভোরের কুয়াশার মত সুখ ছুঁয়ে যাক ধরণীতে!!!!