তুমি  অমন করে মুখপানে মোর চেয়ে থেকনা
    ইশারা তোমার কাজল চোখে আমি বুঝিনা
তুমি বুঝাও মোরে সন্মুখ এসে মস্তক তুলব না ৷


তোমার মস্ত পথে আধাঁর নামে
সাঁঝের প্রদীপ জ্বালব না,
ব্যাস্ত ব্যাকুল পদে,
               যুগল তোমার ধরব না ৷
ঘন মেঘে আধাঁর নামে
ঘোমটা তোমার তুলব না,
কালো হরিণ চোখ দেখব না ৷


তোমার ভরুর মাঝে তুরু তুরু মুখটি আমর দেখবে না,
যৌবন ভরা রুপসী তুমি স্পর্শ আমায় করবে না,
তুমি অমন করে মধুর সুরে ডাকবে না ৷

      তুমি যতই আস কাছে
      প্রাণ মলিনের পাশে,
     হৃদয় আমার রঙিন রঙে
          তবু!নবীন যৌবন খুলব না,
পথের ধারে দাঁড়িয়ে তুমি
কুসুম লয়ে ডাকবে না,
আঁচল খানি টানবে না ৷


আমার  কুঞ্জবনে নবপুষ্পে চুম্বন তুমি করবে না ৷
মালা গেঁথে গন্ধলয়ে কেশেতে বাঁধবে না,
তুমি শরম হারা কেকার স্বরে ডাকবেনা ৷


শীতল ছায়ায় তপ্ত রোদে নদী পথে আসবেনা
নূপুর বাজিয়ে কলস লয়ে ঘাটেতে থাকবেনা ৷
পিপাসা আমি চিরজীবি
           জল পান আমি করব না ৷
ধৈর্য ধরে দাঁড়িয়ে তুমি থেকনা
কম্পহারা বাঁধন সুখ থাকবে না,
তুমি অমন করে চায়বেনা ৷


আজি  ব্যাথার সুরে ব্যাকুল হৃদয় দেখতে তুমি পাবেনা ,
আমার স্বপ্ন টুটে পাগল তুমি ভাববে না৷
দীপ হাতে নিশীথ রাতে আলোতুমি জ্বালবেনা


বক্ষশোনিত মত্ত বায়ু
হৃদয় নীড়ে কাঁদবে না,
সোহাগ ভরে অঙ্গ তোমার
        কোলেতে আর তুলবো না
অমন করে মুখপানে চেয়ে থেকনা ৷
আমার মরন বাজে ভুবন কাঁদে তুমি কেঁদনা
তুমি অমন করে আমায় দেখনা ৷  
  


     ন্ম