আর কতগুলো নারীদেহ মাংসে পরিণত হলে
নন্দনে জ্বলে উঠবে মোমের আলো ?


প্রতিটি অন্যায়ের প্রতিবাদে যে জুতোগুলো
দাপিয়ে বেড়াত ধর্মতলায়, থিয়েটার পাড়ায়
কবে তারা হাতে তুলে নেবে টিনের তলোয়ার ?


এক প্রতিবাদী ছিল
বলেছিল কোনকালে,
দেশটা এখনও গুজরাত হয়ে যায়নি
তার কলমও নীরব হল
এক ফোঁটা কালিও খাতায় ঝরেনি।


ধর্ষণ আজ আর যেন কোন অপরাধ নয়
শাসকের অন্ধ চোখে
অপরাধের তুল্যমূল্য বিচার চলে
অন্য রাজ্যের নিরিখে
এখানে তাই অপরাধীদের শাস্তি নয়
শুধুই পরিসংখ্যানের কাটাছেঁড়া চলে।


গুরুদেব তুমিই ঠিক বলেছিলে
"প্রতিকারহীন শক্তের অপরাধে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। "
শুধু বলে যাওনি কলমটা দিয়ে গেলে কাকে?


নবারুণ,শঙ্খ একে একে সবাই গেল চলে
মহানগরের পথঘাট তাই বড় অচেনা লাগে
এ কোন অজানা শহরে
আজকাল ভোরের কাক ডাকে?