শুক্লাষ্টমীর রাতে
হাতে নিয়ে অর্ধেক চাঁদ
নিঃশব্দে দাঁড়িয়েছিলে পাশে।


আমার অমাবস্যার আগুনে পুড়ে তখন তোমার
হাতের অর্ধেক চাঁদ হয়েছিল অঙ্গার
নীরবে সহ্য করেছ সে দহন।


জন্ম, জরা, মৃত্যুর বন্ধন
মুক্তির জন্য শাক্য রাজকুমারের তপস্যা
জ্ঞান সুধা হাতে সুজাতার বেশে তুমি এসেছিলে দ্বারে।


মনে পড়ে  বিবর্ণ পাটলীপুত্র নগরীর ব্যাথাভরা মুখ
ম্রিয়মাণ জ্যোৎস্নায় ঢেকে নারীত্বের শেষ সম্মান
একটু আশ্রয়ের সন্ধানে জনপদকল্যাণী।


এক আদর্শ রাষ্ট্রের কল্পনায়
তক্ষশীলা থেকে এক ব্রাহ্মণের যাত্রা
পাটলিপুত্র নগরীর অভিমুখে শুদ্র যুবকের সাথে।


সাম,দাম,দণ্ড, ভেদ
রাজনীতির কুটিল প্রয়োগ
মেধা,শ্রম ও সাহসের সঠিক মেলবন্ধন ।


কত শত নারীর আত্ম বলিদান
ধুলায় গড়ায় অপরাজেয় নন্দ সম্রাটের মুকুট
আসমুদ্রহিমাচল প্রথমবার বাঁধা পড়ে এক ছত্র ছায়ায়।



ইতিহাসে কালের পরিবর্তনের সাক্ষী থাকে অষ্টমীর চাঁদ।