অপ্রাপ্তিগুলো দাগ কাটে সাগরের বেলাতটে
এক একটা ঢেউ আছড়ে পড়ে
কিছু ঝিনুক শামুকের গাজন
তোমার গোড়ালি ছুঁয়ে বয়ে চলে নীলচে স্রোত।


মহানগরের বুকে কবেকার ক্লান্ত ব্যাথা
মুটেদের শীতে ফাটা গোড়ালি
বিটুমিনের রাস্তার উপর রক্তের দাগ
দাস ক্যাপিটাল বুকে চেপে ঘুম দিল সময়।


আজো ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সত্যেন বোস
চট্টগ্রামের অর্থ মাস্টারদা
শাহবাগ মানে আমাদের মুষ্টিবদ্ধ হাত
আর বাঙালির চেতনার অপর এক নাম হুমায়ুন আজাদ।