বিবেক কবরস্থ করে
শীতের শেষে শুকনো পাতার মত
পুরোনো সম্পর্ক ঝেড়ে ফেলে চলে যায় মানুষ
বসন্তের নতুন কচিপাতার টানে।


আমাদের জীবন সাগরের তট
এক ঢেউ এসে দাগ রেখে যায়
পরের ঢেউ তা মুছে দেয় অনায়াসে।


কোন সম্পর্ক চিরস্থায়ী নয় জেনেও
জীবন জাঢ্যতার টানে
পাথরের গায়ে খুঁজে ফেরে অবুঝ মন
পুরোনো ঢেউয়ের দাগ।


যে চলে গেছে তাকে যেতে দাও
বিগত সম্পর্কের মমি করে রেখে
নতুন  যে এসেছে তার অভিষেক হোক
পৃথিবীর কোন সিংহাসন শূন্য থাকে না
শুধু কোথাও হয়ত রয়ে যায় এক ছায়াতে অন্য ছায়ার দাগ।