আজকে ভোরবেলা ঘুম ভাঙার পর
বুকের ভেতর একটা অন্যরকম
হারিয়ে যাওয়া হু হু করছিল।


খুঁজতে থাকি সারাদিন
কোথায় কী হারালাম।


প্রৌঢ়ত্বের দরজায় দাঁড়িয়ে
পিছু ফিরে দেখি
নিতান্তই এই মামুলি জীবনে কখনও
তেমন কিছুই পাওয়ার আশা করিনি।
তাই  যা পেলাম তার সবই ছিল  আশাতীত।


বিকেলের সূর্য ঢলে পড়েছিল
সুপারী পাতার ফাঁকে।
ঘরে ফেরার পথে
কিছু পাখির শব্দাতুর ডানা
উপন্যাসের শেষটা গুছোতে বলে গেল।


গুছোতে গিয়ে খোঁজ পেলাম
সেই হারানিধির ।
সে আমার অনেকদিন আগের
পিছনে ছেড়ে আসা ছোটবেলা।