সারাদিনের হাড়ভাঙা খাটুনির পরে
রাতের মধ্যযামে গরীবের ঘরের
চাঁদ যখন অবসন্ন শরীরে
এলিয়ে পড়ে ক্লান্তিতে
নিস্তব্ধ গ্রামের রাস্তায় শুধু দু একটা
পথের কুকুরের আনাগোনা
তখন হায়েনার দল বের হয় শিকারে।
পাশবিক হিংস্রতায় খুবলে খায়
চাঁদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ।
নৃশংস অত্যাচারের বীভৎসতায়
ভয়ঙ্কর দক্ষিণ রায়ও  লজ্জা পেয়ে
ফিরে যায় বনে।


রাত্রির অবসানে মেঠোপথের পাশে
পড়ে থাকে নারীদের দেহের অভুক্ত অংশ ।
যাদের ওপর জনগণ দায়িত্ব দিয়েছিল সম্ভ্রম রক্ষার
তারা চোখে রুমাল বেঁধে
খেলে প্রতিদিন কানামাছি খেলা।


হল যারা আজ ধর্ষিত,লাঞ্ছিত ও অপমানিত
তারা সবাই  আমাদেরই মা,বোন
কারও গৃহবধূ ।
তিল তিল আত্মত্যাগে
সংসার গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ।


আজকে পেলাম রাতের গভীরতায়
আগামী সূর্যের বার্তা
আর মুখ বন্ধ করে একা একা সহ্য করা নয়
এবার হবে সম্মিলিত ভীষণ তীব্র প্রত্যাঘাত
উপড়ে ফেলতে হবে অত্যাচারীর সব নখ দাঁত ।


জীবন তো একদিন এমনই শেষ হবে
তার আগে ধর্ষকের বুকের ছাতি ফাটিয়ে
আমাদের নারীশক্তি লিখে দেবে
আগামীকালের শিশুর জন্য সংগ্রামের নতুন রক্তইতিহাস ।