কী করে ভুলে যাব  ?


মণীষ


তুমি বলবে আর আমি
ভুলে যাব ?
শোনো আমি কোনও
অসুস্থ মানুষ নই।
তুমি কী সত্যিই চাইছ
আমি ভুলে যাই  ?
এইজন্যই তো তোমাকে
কখনও কখনও
একেবারেই ছোট্ট
বেণীদোলানো কিশোরীর মত লাগে।
আচ্ছা ঠিক আছে
তোমার ইচ্ছে মত
আমি ভুলে যাব একদিন নাহয়।
তার আগে একটা
কথা বলো তো।
তোমাকে আমাদের
স্মৃতি হয়ে যাওয়া
ক্ষয়াটে বিবর্ণ ভালোবাসার দিব্যি,
সত্যিই কী তুমি কখনও
ভুলে যেতে পারবে আমায়  ?


আমি রবীঠাকুরের নামে
দিব্যি কেটে বলছি
ভুলে যাব তোমাকে
ভুলে যাব সেই
তিথি, নক্ষত্র আর সময়
যখন প্রথম কেঁপে উঠেছিল
আমার এই এলোমেলো হৃদয়
তোমার মত এক
পাগলীর অসমাপ্ত কথায়


ছিঁড়ে ফেলব
সেই বিকেলের আকাশ
যেটি প্রথম সাক্ষী ছিল
হাতে হাত রাখার।


জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব
সেই রাতটাকে
তোমার চৌকাঠ থেকে
শেষবারের মত
  ফিরে আসার।
তার আগে অন্তত একবার
শুধুমাত্র এক লহমার জন্য
আমাকে ভুলে গিয়ে দেখাও।