নবান্নের চাল ধোয়া শাদা হাত ধরে
পাশাপাশি কতকাল গিয়েছি হেঁটে নীরবে
কুয়াশার চাদরে ঢাকা মুখে ।
ধুয়ে দিয়েছি তার চোখ শিশিরের জলে
সেই সব সিক্ত প্রান্তরে শুনেছি
ঘাসেদের মুখে মুখে ফেরে
আজও  আমাদের  শেষের কবিতা ।