তোমার মুখের অবয়বে ফুটে ওঠে
অপালা, মৈত্রেয়ী,গার্গীর প্রত্যয়
প্রতিটি জনসভায় অথবা জনতার মিছিলে
তোমার গর্জে ওঠা প্রতিবাদ
আমাদের জোগায় নবরূপে বাঁচার আশ্বাস।


জানি কমরেড
আজকের এই বাসন্তী হাওয়ার রাতে
মনের বাঁধন আলগা হয়েছে তোমার
আমিও যে টান অনুভব করিনি তাও নয়।


এ এক দমবন্ধ করা দুঃসময় পৃথিবীর বুকে
শোষিত মানুষের উদরের আগুনে ম্লান হল বৈশাখ।


ইচ্ছেগুলো তাই বুকের ভেতর দমিয়ে রেখে
অগণিত নিপীড়িত মানুষের মিছিলে
চলো হাঁটি পাশাপাশি।
জানি বেশ কিছু কথা জমা আছে
তোমার মনের গভীরে
আমারও যে অনেক কিছুই বলার আছে বাকি।


দিনের শেষে আমাদের হাতের বিপ্লবের মশাল
আগামীকালের হাতে তুলে দিয়ে
মুখোমুখি বসব আমরা
হাতে হাত মননে মনন
তোমার চোখে ক্লান্তির ছাপ
আমার কপালের বলিরেখায় অশোকের শিলালিপি
বাকীটুকু কখনও নালেখা ইতিহাস।