ক্ষয়ে যাওয়া কিছু বিবর্ণ সময়
কিছু অস্পষ্ট স্মৃতির চর্যাপদ
বৃক্ষের বাকলে লিখে রাখা ব্রাহ্মীলিপি
অনাদি কাল থেকে সুপ্ত আছে হৃদয়ের গভীরে
কোন এক প্রত্নতত্ত্ববিদের গবেষণার জন্য।


সুজাতা আজও দাঁড়িয়ে জ্ঞানের সুধাপাত্র হাতে
শাক্যঋষির কুটিরের দ্বারে।
চোখ খোল তথাগত
এই অনন্ত অপেক্ষার হোক অবসান
বহুযুগের আঁধারের পথ পার হয়ে
ছড়িয়ে পড়ুক উষার আকাশে তোমার অরুনিমা।