ছোট্ট শিশু ভাবে মনে, কোথা আমার মা,
  বাড়িঘর উঠানেতে খুঁজে নাহি পাই
  শূণ্য ঘরে, রান্না ঘরে কোথাও সে নাই
  বলি তবু মা’র কাছে, আমায় নিয়ে যা ।


  মায়া মমতায় ঘেরা শ্রেষ্ঠ আশীষ মা
  সে মায়ের ভালোবাসা আমি সদা চাই
  তাইতো আমি মা হারায়ে কাঁদি সর্বদাই
  বাবা বলে অশ্রুজলে, কাঁদিসনে বাবা ।।


  অশ্রুকণা মুছে আমি ভাবি একা একা
  গ্রাম মাঠ বনভূমি হাতছানি দে’ ডাকে
  মনে হয় সবই যেন মা’র স্মৃতি মাখা
  মা তো নেই সবখানে তে দেখি তবু মাকে ।।


  কাল স্রোত বয়ে গেলো দুঃখ ফল্গু নদী
  আজও বহে মাতৃ শোকে নিত্য-নিরবধি ।।