ছাতিম তলার মাঠ নিরিবিলি আরণ্যক মন
উদার নগ্নতা মাঝে বেহিসেবী ত্রস্ত ব্যাকুলতা
সিক্ত নীলাম্বরী তলে অঙ্কুরিত প্রকাশ গোপন
অস্তিত্বের অবয়বে কীপুলক আনন্দ ব্যস্ততা ।
ছাতিম তলার মাঠ পিছে ফেলে চলে সে কিশোরী
জনশূন্য মাঠ প্রান্তে সুনিবিড় সিক্ত অবয়ব,
বৃষ্টির বর্ষণে স্নাত কী শীতল আনন্দ মাধুরী
অন্তর বাহিরে শুধু উপলব্দি নিথর নীরব ।


মাঠ থেকে ঘাটে এলে তীব্র হয় বৃষ্টির পরশ
নিতম্বের নীলাম্বরী আরও যেন আঁটো হয়ে আসে
কী নিবিড় আকর্ষণে টেনে নেয় কাখেঁর কলস
বক্ষের স্নেহের ছায়ে পুলকিত মধুর আবেসে ।
ছাতিম তলার মাঠ পিছে ফেলে ত্রস্তে সে কিশোরী
মেঘ বৃষ্টি কাদা পথ পার হয়ে পৌছে যায় বাড়ি ।