সেদিন প্রত্যুষে এক বৃষ্টিস্নাত পথে
দেখিলাম বনভূমি হাসে এক সাথে
বৃক্ষরাজি লতা পাতা সব ভিজে গেছে
প্রভাত সোনার আলো এসে পড়িয়াছে
ভিজা সে পাতার পরে । সূর্যের আলোক                          
তরল সোনালী দীপ্তি হাসির ঝলক ।
মাঝে মাঝে ছায়াবীথি আধাঁর আধাঁর
কোথাও সোনালী রৌদ্র সকাল বেলার ।


রৌদ্র হাসি সুনিবিড় প্রভাত আলোকে
কোমল প্রত্যাশা যেন এঁকে দেয় চোখে ।
পাখি ফুল নদী জল শ্যামল প্রান্তর
এখানে ওখানে ছোট কৃষকের ঘর ।
সব কিছু এক সাথে প্রভাত আলোকে
হাসিতেছে কী সুন্দর ! মধুর কৌতুকে ।