অঙ্গ বঙ্গ সমতট সেই পূণ্য ভূমি
সহস্র বছর ধরে নদ নদী খাল
যাহাকে রেখেছে ঘিরে । বাঙালি বাঙ্গাল
সে দেশের অধিবাসী, আমি আর তুমি,
আমাদের পূর্বজন-পিতৃ পিতামহ
গঙ্গা তীরে নিত্যদিন বেঁধেছেন আ’ল
ধান ক্ষেতে,নদী কোলে ফেলেছেন জাল
আমরা তো তাদেরই নিত্য রক্ত বহ ।


মহাস্হানে পাহাড়পুরে সোমপুর বিহারে
আমরা নিয়েছি পাঠ অহিংসার বাণী
তৌহিদের বার্তা নিয়ে সহস্র বৎসরে
হয়েছে সে কীর্তিমান রাজ্য রাজধানী ।


হাওর বাওড় আর শত নদী তুমি
শোভিত এ বাংলাদেশ-প্রিয় মাতৃভূমি ।