আজিকে মনটা বড়ই বিষন্ন অস্হির
সন্ধ্যার প্রদোষ ক্ষণে সারমেয় কাঁদে
গৃহ প্রান্তে আর্তস্বরে কী যে প্রতিবাদে
জানি নাক তাই মন-উম্মন অধীর ।


মনে পড়ে সেই আর্ত চিৎকার ধ্বনির
প্রতিধ্বনি পশিলরে অন্তরে আমার
চারিদিকে যেন শুধু দুঃখ হাহাকার
মানুষ প্রকৃতি পশু অভেদ অস্হির ।


জীবনে মরণে সব এক একাকার
সব ব্যাথা দুঃখ শোক অনন্ত বিরহ
মন মাঝে কেঁদে ফেরে একান্ত দুঃসহ
যাহা নাই পেতে চাই তাহা বারবার ।
অশান্ত মনের প্রান্তে শুধু কান্না শোক
নিঃশব্দে নীরবে কাঁদে পায় না আলোক ।