নূতন জীবন হতে লভি এক অভিনব স্বাদ
দূরন্ত আবেগ বেগে ভেঙ্গে দিয়ে সব বিঘ্ন বাঁধ
আত্মার নিগুঢ় স্বপ্নে , অজ্ঞেয়ের দ্বার উদ্বোধন
করিয়া লভিনু এক সোনা ঝরা ফাগুনের বন ।
যেথায় শিশির কণা ঝরে নিত্য পরাগ-কুসুমে
ভোরের সৌরকর যায় তারে নিত্য চুমে চুমে
অলির গুঞ্জন ঘেরা সে জীবন রহস্যমন্ডিত
পিকের মধুর রবে সে জীবন সতত গুঞ্জিত ।


সেথায় নূতন সুর তহুরা স্নাত আত্মায় আত্মায়
সেথায় প্রভাত হাসে নিয়ত সে সূর্যের আভায়
সেথায় প্রাণের তারে সুর ওঠে, ওঠে শুধু বাণী
সেথায় স্বপ্নের গান বাস্তব জীবনে করে কনাকানি ।
অনন্ত আশীষ নিয়ে সে জীবন সতত হসিত
তৃষ্ণায় অমিয় শান্তি সে জীবন বারি বরষিত ।