যখন পার গোলাপ কুঁড়ি কর এবার সঞ্চয়ন
কাল পাখিটা মেলছে আজো ডানা ,
পুষ্প যেটা হাসছে এখন উজল করে বন
আগামীকাল ঝরবে সেটা জানা ।


দূর আকাশে আলোর মশাল উজ্জ্বল ভাস্কর
সারা ভুবন করছে আলোময় ,
কালের স্রোতে নামবে নীচে সইবে নাক তর
অস্ত যাবে সন্ধ্যা যখন হয় ।


জীবন যেটা পূর্ণ উজল সেইতো মনোরম
রক্ত গরম যৌবন মধুর,
ভান্ডশেষে সর্বহারা হায়রে সে অধম
কালপাখিটা যায় যে উড়ে দূর ।


লজ্জা শরম যাক সখী আজ সময় বয়ে যায়
কর এবার আনন্দ কলগান,
যৌবনেরই বসন্ত সে ফুরাইলে একবার
আসবে না আর নূতন করে বান ।


( TO THE VIRGINS by Robert Herrick , অবলম্বনে রচিত )