হে মাতা তোমাকে আজি দেখি কল্প চোখে
বেহেশত বিচ্যুত হয়ে এলে মর্তলোকে
সেইক্ষণে একাকিনী মাতা বিরহিনী
নিঃসঙ্গ ব্যথিত চিত্ত স্বর্গের নন্দিনী ।
আরাফাত মাঠ ঘিরে শুধু হাহুতাস
খর্জুর বৃক্ষের নীচে করি বসবাস
কাটালে অনেক যুগ হে আদি সুন্দরী
তোমার সে দিনগুলি কল্পনায় স্মরি ।


স্রষ্টার আপন হাতে গড়া যে ললনা
নিখুঁত ও নিস্পলক সৌন্দর্য কল্পনা ।
তোমার পূর্বে যারা এলো পৃথিবীতে
কেহ নহে তব তুল্য রূপের জগতে ।
সর্ব মানুষের মাতা পরম আত্নীয়
আমাদের মাঝে তুমি চির স্মরণীয় ।