ছবি আঁকে কবিতায় তুলি দিয়ে নয়
তাই তাকে কবি বলে শিল্পী নাহি কয় ।
ভাষা দিয়ে ছন্দ দিয়ে আঁকা তার ছবি
তাই তিনি জীবনের আলোকের কবি ।
নক্ষত্রের তীর হতে এই বিশ্বলোকে
আলোক ঠিকরে এসে পড়ে তার চোখে ।
সে আলোক রূপ পায় কাব্যে-কবিতায়
যুগে যুগে তাই কবি আসেন ধরায় ।


কবিতা লিখলেই তো হয় নাক কবি
কবিতা কবি-মনের অন্তরের ছবি ।
স্বচ্ছ্ব ও সুন্দর যার পবিত্র-অন্তর
কোনই বিদ্বেষ নেই মনের ভিতর ।
তিনিই তো শ্রেষ্ঠ কবি অনিন্দ স্বরূপ
তারই মাঝে সুন্দর পায় খুঁজে রূপ ।