নিত্য ফোটে না মধু আলপনা
       নিত্য ফোটে না প্রেমের ফুল ।
লায়লী মজনু শিরি ফরহাদ
       আসে না নিত্য চিত্ত-বাকুল ।


যমুনার তীরে বাজে না’ক বাঁশি
       বিরহিনী রাধা হয় না উদাসী
নিত্য প্রেমের সমাধির ‘পরে
        উঠে না তাজমহল ।


নিত্য হাসে না মধুর জ্যোৎস্না
         নিত্য উঠে না জোয়ার বান
ফটিক জলের পিয়াসে চকোর
         নিত্য চাহে না দূর আসমান ।


তবুও ভুবনে উঠে আজও হাসি
         নিত্য চলেছে ভালোবাসা বাসি
ফুটিয়া উঠিছে নব উল্লাসে
         জীবনের পাশে রূপ মুকুল ।