ওগো সুন্দরী এ ভুবন ভরি
একি লীলা তব,একি ছল,
একি তব খেলা, ভাসায়েছ ভেলা
উড়ায়ে বসন অঞ্চল ।


চঞ্চল চোখে ফিরে ফিরে চাও
যারে খুশী তারে রূপেতে ভোলাও
হাজার রজনী ভরে তোল রাণী
দিয়ে রূপ সুধা ফুল ফল ।।


কভূ প্রেমময়ী নিবেদিতা জুঁই
হাজার রাতের নায়িকা
কভু সুধাময়ী কোকিল কন্ঠী
নব জলসার গায়িকা ।


জলকে চল গো কখনও ছলকে
দূর মেঠোপথে অসীম পুলকে
কভু আধুনিকা রূপের বলাকা
প্রিয়া গরবিনী চঞ্চল ।