কত না সুন্দর করে সাজায়েছ তুমি
হে বিশ্বের অধিশ্বর কত শস্য ভূমি
দিগন্ত বিস্তৃত মাঠ, নদ নদী জল
চন্দ্র ও সূর্যের আলো প্রদীপ্ত উজ্জ্বল ।
সুনীল গগণ তল,কত গ্রহ তারা
সুউচ্চ পর্বত শ্রেণী,মরুভু সাহারা
এক ভাগ স্হল ভূমি তিন ভাগ জল
কত বন বনানীও কত ফুল ফল ।


বিচিত্র বর্ণের কত প্রাণী ও পাখিরা
জলে স্হলে অন্তরীক্ষে ভ্রমিছে তাহারা
পৃথিবীর সর্ব দেশে মনুষ্য প্রজাতি
জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে করে সমন্নতি ।
হে বিশ্বের অধিকর্তা,তুমি যে সুন্দর
তাইতো সুন্দর হলো সর্ব চরাচর ।