(১)
সর্ব শীর্ষবিন্দু হতে প্রেমের আবেগ
সৃষ্টির উন্মাদনায় পেল মূর্ত বেগ
রূপ পেল ধরিত্রীর জীবন ও সম্ভার
সৌন্দর্য জীবন বোধ হলো একাকার ।


(২)
তোমার আশীষ ধারা ঝরে এই পৃথিবীর পর
মৃত মৃত্তিকা হয় বৃষ্টি সিক্ত জীবন্ত উর্বর ।
ফলে ফসলে আর পুষ্প পুঞ্জে হাসে বসুন্ধরা
জীবন পূর্ণ হয় লভি নব আনন্দ পসরা ।


(৩।)
সে এক অনন্ত রূপ অন্তরে উদ্ভাস
সে এক আলোকদীপ্ত জীবন উচ্ছ্বাস
সে এক পরমপ্রিয় দীপ্যমান রবি
জীবনের আলোকের মূর্তিমান ছবি ।


(৪)
সময়ের অশ্ব সাদা ধাবমান বাধা বন্ধনহীন
তাই বর্তমান দ্রুত অতীতের গর্ভে হয় লীন
ভবিষ্যত আসে ধেয়ে বর্তমানে নহে কিছু স্হির
সবকিছু ক্ষণস্হায়ী জীবন সে পদ্মপত্রে নীড় ।


(৫)
অসৎ কালোছায়া ছড়ানো বিশ্বময়
তাইতো বাধা আসে ফোটাতে ফুল
ইথার তরঙ্গে তবু উচ্ছ্বসি জীবন গান
দক্ষিণা বাতাসে ফোটে নব মুকুল ।


(৬)
সত্য সুন্দর আর নিষ্কলষ মন
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জীবন ।
তাই বন্ধু কর মনের কলুষতা দূর
দেখিবে এ বিশ্ব হবে সুন্দর মধুর ।


(৭)
পদ্মা যমুনা কর্ণফুলির ধারা
চিরদিন রবে চির বহমান তারা
তীরে তীরে রবে শত জনপদ গ্রাম
সুখ দুঃখ হাসি জীবনের সংগ্রাম ।