জ্ঞান ও প্রজ্ঞার আলো, আলোকিত দিন
পেয়ে হাতে জ্যোতিষ্মান শাদমান সামিন
গিয়েছে মার্কিন দেশে জ্ঞান পীঠস্হানে
খুজিঁতে জীবন মর্ম জীবনের মানে ।


শিক্ষার উজ্জ্বল আলো পায় যেই জন
তার তরেই গর্বিত নিখিল ভূবন
শিক্ষার প্রদীপ্ত নূর আলোকিত করে
সেই নূর জ্বলে উঠুক তোমার অন্তরে ।


আকাশের যত তারা তার আলো এসে
পড়ু-ক তোমার চোখে তব ভালো বেসে
পৃথিবীর যেই খানে যেই দেশে থাকো
সদাই আল্লাহর নাম স্মরণেতে রেখো ।
সেখানে নতুন দেশ নতুন আবাস
মাথার উপরে কিন্তু একই মহাকাশ ।


( * জ্যেষ্ঠ নাতীর উদ্দেশ্যে রচিত )