উদ্ভিন্ন যৌবনা রূপে দেখিনি তোমাকে
দেখিয়াছি মধ্যাহ্নের দীপ্ত সূর্য্যালোকে
তাপদগ্ধ বিনম্র সুন্দর
দেখিয়াছি স্নিগ্ধ, স্বচ্ছ, পূর্ণ সরোবর
দেখিয়াছি আন্তরে অন্তর
কিভাবে বিম্বিত হয় ।
তাই আজি জীবনের শেষ সন্ধিক্ষণে
তোমার পূর্ণিমা চাঁদ দেখি মুগ্ধ মনে
চোখে আলো মুখে আলো বুকে আলো জ্বলে
হৃদয়ের সৌদামিনী হাসে ফুলে ফলে
তারপর জানি
এই পারে অভিসারে আর একটু খানি
দেখা হবে নাকো
সন্ধ্যার আধার হেথা আসিবে ঘনায়ে
জেগে না রহিবে চাঁদ বসন্তের বায়ে
সব হবে হারা
অন্ধকার রাতে শুধু জেগে রবে এক ধ্রুবতারা ।