সেদিন সাত ই মার্চ দুরন্ত যৌবনে
ছুটে চলি চার বন্ধু রেসকোর্সের মাঠে
উদ্বেলিত উচ্ছ্বসিত সারা বাংলাদেশ
সবাই উৎকন্ঠ-চিত্ত,কী দেন আদেশ
বঙ্গবন্ধু । লক্ষ জন জনগণ মাঝে
বসি পেন্ডেলের সামনে পুকুরের পাশে ।
সবাই উৎকন্ঠ ব্যগ্র শুনি বার বার
মুহুর্মুহু জয়বাংলা ধ্বনি চারি ধার ।


আসিলেন বঙ্গ বন্ধু , মহাসেনাপতি
লক্ষ শত অক্ষৌহিনী জনতা প্রস্তুত,
হাত তুলে দাঁড়ালেন তর্জনী নির্দ্দেশে
ঘোষিলেন বজ্র কন্ঠে মহাদ্রোহ বাণী
বাঙ্গালীর স্বাধীনতা ও মুক্তির কথা
সেই দ্রোহে যুক্ত হলো সমগ্র জনতা ।



*মরহুম ইউসুফ হোসেন সিকদার-মুন্সীগঞ্জ
*মরহুম আতিয়ার রহমান মিয়া-টুঙ্গিপাড়া
*মরহুম মনোয়ার হোসেন -গোপালগঞ্জ
  এবং লেখক নিজে ।