যেতে হবে বহুদুর মধুপুর ময়ূরের দেশে
আম কাঠালের বন, গজারীর বন ঘেষে ঘেষে
যেইখানে ছোট ছোট ঘরে বাস করে শিমূল বকুল
বনের ফুলের মতো তারা যেন শুভ্র ফোটা ফুল ।
পাশ দিয়ে ছোট নদী কূল কূল বহিছে সদাই
তীরে তীরে ধান ক্ষেত পাট ক্ষেত সরিষা ও রাই ।
যেই খানে আমাদের জীবনের শৈশবের বীনা
নিত্য বাজিছে আজও, পথ চেয়ে দুঃখিনী সখিনা ।


যেতে হবে বহুদুর পায়ে হাঁটা পথ হ’লে শেষ    
যেখানে শ্যামল সবুজ ঘাস ছায়া ঘেরা আমাদের দেশ
যেখানে মায়ের হাসি জ্যোৎস্নার সাথে মিশে আছে
যেই খানে ভাই বোন খেলার সাথীরা আছে কাছে কাছে ।
সেই খানে যাব আমি যেতে হবে আসিয়াছে ডাক
যে দেশ আমার চোখে মধুময় -অবাক সবাক ।